Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
নিউক্লিয়ার বিক্রিয়া বলতে কী বোঝায়?
নিউক্লিয়ার বিক্রিয়া: যে বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন হয় কিন্তু ইলেকট্রনের পরিবর্তন হয় না তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। এই বিক্রিয়ার ফলে নতুন মৌলের নিউক্লিয়াসের সৃষ্টি হয়। নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হযRead more
নিউক্লিয়ার বিক্রিয়া: যে বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন হয় কিন্তু ইলেকট্রনের পরিবর্তন হয় না তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। এই বিক্রিয়ার ফলে নতুন মৌলের নিউক্লিয়াসের সৃষ্টি হয়। নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়।
See lessতড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?
সমযোজী বন্ধনীস্থ ইলেকট্রন যুগলকে কোন পরমাণুর কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে উক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে ।
সমযোজী বন্ধনীস্থ ইলেকট্রন যুগলকে কোন পরমাণুর কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে উক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে ।
See lessক্যালসিয়াম বিদ্যুৎ সুপরিবাহী কেন?
সকল ধাতুই বিদ্যুৎ পরিবাহী। আর ধাতুর স্ফটিকে মুক্তভাবে সঞ্চরনশীল ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনের কাজ করে যেহেতু Ca ধাতু এবং স্ফটিক আকারে থাকে। তাই Ca পরামাণুতে সঞ্চারনশীল মুক্ত ইলেকট্রন আছে। তাই Ca বিদ্যুৎ পরিবহন করে।
সকল ধাতুই বিদ্যুৎ পরিবাহী। আর ধাতুর স্ফটিকে মুক্তভাবে সঞ্চরনশীল ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনের কাজ করে যেহেতু Ca ধাতু এবং স্ফটিক আকারে থাকে। তাই Ca পরামাণুতে সঞ্চারনশীল মুক্ত ইলেকট্রন আছে। তাই Ca বিদ্যুৎ পরিবহন করে।
See lessমেন্ডেলিফের পর্যায়সূত্র বিবৃত কর?
মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়।
মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়।
See lessসমযোজী বন্ধন কাকে বলে?
কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের যোজনী। ক্ষারধাতুসমূহের প্রত্যেকের সর্বশেষ কক্ষপথে 1টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান। তাই ক্ষার ধাতুসমূহের যোজনী এক ।
কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের যোজনী। ক্ষারধাতুসমূহের প্রত্যেকের সর্বশেষ কক্ষপথে 1টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান। তাই ক্ষার ধাতুসমূহের যোজনী এক ।
See lessসমযোজী বন্ধন কাকে বলে?
দুটি অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তিস্তরের (এক বা একাধিক) একটি ইলেকট্রনকে সরবরাহ করে এক জোড়া ইলেকট্রন তৈরি করে। এরপর এই এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে।
দুটি অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তিস্তরের (এক বা একাধিক) একটি ইলেকট্রনকে সরবরাহ করে এক জোড়া ইলেকট্রন তৈরি করে। এরপর এই এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে।
See lessসরল টিস্যু বলতে কী বোঝায়?
সরল টিস্যু: যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে।যথা: ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা ও গ. স্ক্লেরেনকাইমা
সরল টিস্যু: যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে।
কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে।যথা:
ক. প্যারেনকাইমা
খ. কোলেনকাইমা ও
গ. স্ক্লেরেনকাইমা
See lessবহুকোষী জীবের দেহ কোষকে প্রকৃত কোষ বলা হয় কেন?
বহুকোষী জীবের দেহ গঠনে যে কোষ অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলে। এদের নিউক্লিয়াস সুগঠিত। অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিওবস্তু পরিবেষ্টিত ও সুগঠিত। কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে। ক্রোমোসোমে RNA, প্রোটিন, হিস্টোন ও অন্যান্য উপাদান থাকে। এসব কারণRead more
বহুকোষী জীবের দেহ গঠনে যে কোষ অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলে। এদের নিউক্লিয়াস সুগঠিত। অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিওবস্তু পরিবেষ্টিত ও সুগঠিত। কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে। ক্রোমোসোমে RNA, প্রোটিন, হিস্টোন ও অন্যান্য উপাদান থাকে। এসব কারণে বহুকোষী জীবের দেহকোষকে প্রকৃতকোয় বলে।
See lessরক্ত লাল হওয়ার কারণ কি?
রক্ত লাল হওয়ার কারণ: রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামক লাল বর্ণের লৌহজাত যৌগ থাকে বলে রক্তের রং লাল হয়।
রক্ত লাল হওয়ার কারণ: রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামক লাল বর্ণের লৌহজাত যৌগ থাকে বলে রক্তের রং লাল হয়।
See lessনিউরন বা স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন?
নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সৈন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না।
নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সৈন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না।
See lessলাইসোজোমের সংস্পর্শে কোষের অন্যান্য অঙ্গাংশগুলো হজম হয় না কেন?
লাইসোজোমের উৎসেচকগুলো বহিরাগত জীবাণুকে হজম করে ধ্বংস করে। কিন্তু লাইসোজোমের উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে বলে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো এর সংস্পর্শে এলেও হজম হয় না।
লাইসোজোমের উৎসেচকগুলো বহিরাগত জীবাণুকে হজম করে ধ্বংস করে। কিন্তু লাইসোজোমের উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে বলে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো এর সংস্পর্শে এলেও হজম হয় না।
See lessকোষ প্রাচীরের কাজগুলো কী কী?
কোষ প্রাচীরের কাজ: কোৎ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দ্বারা গঠিত। কোষ প্রাচীরের কাজগুলো নিম্নরূপ: ১. কোষ প্রাচীর কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ২. কোষকে দৃঢ়তা প্রদান করে। ৩. কোষের আকার ও আকৃতি বজায় রাখে। ৪. পার্শ্ববর্তী কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃRead more
কোষ প্রাচীরের কাজ: কোৎ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দ্বারা গঠিত। কোষ প্রাচীরের কাজগুলো নিম্নরূপ:
১. কোষ প্রাচীর কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
২. কোষকে দৃঢ়তা প্রদান করে।
৩. কোষের আকার ও আকৃতি বজায় রাখে।
৪. পার্শ্ববর্তী কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে।
৫. পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে।
See lessকোষের শক্তিঘর কাকে বলে?
কোষের শক্তিঘর: মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। জীবের শ্বসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তোমরা জেনেছ যে শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ দু'টি। এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো নিে মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। তবে দ্বিতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগRead more
কোষের শক্তিঘর: মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। জীবের শ্বসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তোমরা জেনেছ যে শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ দু’টি। এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো নিে মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। তবে দ্বিতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এ অঙ্গাণুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপাদিত হয়। এ জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়।
See lessপ্লাজমালেমা বলতে কী বুঝায়?
প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বলে। উদ্ভিদকোষে কোষপ্রাচীরের সাথে লাগানো কোষের অভ্যন্তরে এর অবস্থান। এটি দুই স্তর বিশিষ্ট একটি স্থিতিস্থাপক পর্দা।
প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বলে। উদ্ভিদকোষে কোষপ্রাচীরের সাথে লাগানো কোষের অভ্যন্তরে এর অবস্থান। এটি দুই স্তর বিশিষ্ট একটি স্থিতিস্থাপক পর্দা।
See lessঅনৈচ্ছিক পেশি বলতে কী বোঝায়?
যে পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় তাদের অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি বলে।রক্তনালি, পৌষ্টিক নালি ইত্যাদির প্রাচীরে এই পেশি থাকে।
যে পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় তাদের অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি বলে।রক্তনালি, পৌষ্টিক নালি ইত্যাদির প্রাচীরে এই পেশি থাকে।
See less