অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত জীব? রাজ্যটির অন্তর্ভুক্ত প্রাণিদের কী কী বৈশিষ্ট্য রয়েছে?
Md. Redowan IslamEnlightened
অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত জীব? রাজ্যটির অন্তর্ভুক্ত প্রাণিদের কী কী বৈশিষ্ট্য রয়েছে?
Share
অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত একটি এককোষী জীব।
প্রোটিস্টার বৈশিষ্ট্য: এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্যগ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে । কোনো ভ্রূণ গঠিত হয় না।