জমিতে সার এবং কীটনাশক এর অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা কর?
Md. Redowan IslamEnlightened
জমিতে সার এবং কীটনাশক এর অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা কর?
Share
সার ব্যবহার করা হয় উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের জন্য। অতিরিক্ত ব্যবহার করলে বৃষ্টির পানিতে মিশে অতিরিক্ত সার জলাশয়ে গিয়ে মিশে। পুষ্টি উপাদান পেয়ে জলাশয়ে জলজ উদ্ভিদের (যেমন কচুরীপানা) পরিমাণ বেড়ে যায়। জলজ উদ্ভিদ পানির নিচে সূর্যের আলো পৌঁছাতে বাধার সৃষ্টি করে। এর ফলে ফাইটোপ্লাংকটন উৎপাদন বন্ধ হয়ে যায়, মাছ খাবার পায় না,মাছের বৃদ্ধি ব্যাহত হয়।
কীটনাশকের কাজ পোকামাকড় দমন। অতিরিক্ত কীটনাশক জলাশয়ে পড়লে পানিতে বিদ্যমান ছোট ছোট জলজ জীব (জুপ্লাংকটন) মারা যায়। জুপ্লাংকটন মাছের খাবার। এর প্রভাবে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর খাদ্যভাব ঘটে ।